ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অপরিশোধিত জ্বালানি তেল আমদানির দুই প্রস্তাবের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
অপরিশোধিত জ্বালানি তেল আমদানির দুই প্রস্তাবের অনুমোদন

ঢাকা: ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল আমদানির দুইটি প্রস্তাবসহ স্পট মার্কেট থেকে চলতি বছরের জন্য সরাসরি এলএনজি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র ৬ষ্ঠ সভা এ সংক্রান্ত তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র ৬ষ্ঠ বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৩টি প্রস্তাব উপস্থাপিত হলে তিনটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের (জানুয়ারি-ডিসেম্বর ২০২৫) জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের/আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

অপর এক প্রস্তাবে ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) আমদানির নিমিত্ত সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবে দেশে গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য স্পট মার্কেট থেকে ১(এক) কার্গো (১০-১১ নভেম্বর ২০২৪ সময়ের জন্য (৩০তম) এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।