ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শীতে ৩ মন্ত্রণালয়কে এসির ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
শীতে ৩ মন্ত্রণালয়কে এসির ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ

ঢাকা: শীত মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মন্ত্রণালয়কে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৷

সোমবার (২৮ অক্টোবর ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ 

আসন্ন শীত মৌসুমে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এসব মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা বা কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।  

এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকার।   

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসকে/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।