ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, চলছে কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, চলছে কর্মবিরতি কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা

খুলনা: খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুরে সেখানে বিক্ষোভ করেন তারা।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন কার্যক্রম বন্ধ থাকায় খুলনা বিভাগের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে আমরা কর্মবিরতি পালন করবো।

পুলিশ জানিয়েছে, ২১ আগস্টের একটি নাশকতা মামলার ভিত্তিতে আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।