দিনাজপুর: যান্ত্রিকত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ কঠিন শিলা খনির পাথর উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার পর ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন শেষে খনি ইয়ার্ডে বহনকারী লিফটের স্কিপ উইন্ডারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাতভর চেষ্টার পরও ত্রুটি শনাক্ত করতে না পারায় মঙ্গলবার সকাল ৬টা থেকে পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষ।
এসময় খনির প্রথম শিফটে কর্মরত শ্রমিকরা কাজে যোগদান করেননি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে খনির মহাব্যবস্থাপক (ইউজিও অ্যান্ড এম) (চলতি দায়িত্ব) এবং ইঞ্জিনিয়ার টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উত্তোলন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
কবে নাগাদ পাথর উত্তোলন স্বাভাবিক হবে প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, মেশিন খোলার পর যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে মেরামত শুরু করা হবে। তবে স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
এর আগে গত ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এক মাস পর মেরামত শেষে গত ১৫ জানুয়ারি খনির উত্তোলন কার্যক্রম শুরু হয়। ২৬ দিনের মাথায় ১১ ফ্রেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ হলো কঠিন শিলা খনিটি।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এসআই