ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘অর্থমন্ত্রী আপনিও গ্যাস সংযোগ পাবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১০, ২০১৪
‘অর্থমন্ত্রী আপনিও গ্যাস সংযোগ পাবেন না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘গ্যাস সংযোগ পেতে জীবনের অর্ধেক এনার্জি ক্ষয় হয়। ঠিকাদারের মন যোগাতে না পারলে অর্থমন্ত্রী আপনিও গ্যাস সংযোগ পাবেন না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান।



মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশে জ্বালানি সাশ্রয়, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।

এ আর খান আরো বলেন, ‘অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের শাস্তির বিধান নেই। যে কারণে এই প্রবণতা বেড়েছে। আইন করে হলেও কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। ’

তিনি বলেন, গ্যাস কোম্পানিগুলো উৎপাদনের চেয়ে অনেক বেশি বিক্রি দেখাচ্ছে। কীভাবে সম্ভব এটি? আর এই অতিরিক্ত গ্যাস বিক্রির টাকা দিয়ে বছরে ১০ থেকে ১২টি বোনাস নিচ্ছে তারা। এই বিষয়গুলো একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে এনে কীভাবে হচ্ছে তা দেখা উচিত।
 
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।