ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাস অনুসন্ধানে জুনে দরপত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
গ্যাস অনুসন্ধানে জুনে দরপত্র

ঢাকা: স্থলভাগের ২৩টি ও অগভীর সমুদ্রের ৮টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য এ দরপত্র আহ্বান করা হচ্ছে। ২০১১ নতুন নামে অনুসন্ধান কার্যক্রমের জন্য এ বছরের জুনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে সরকার।



এজন্য পিএসসি’র একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। স্থলভাগের ব্লকগুলোতে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সকে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়েরে সভায় এসব সিন্ধান্ত নেওয়া হয়।

বাপেক্স তার সামর্থ অনুযায়ি কতগুলো ব্লকে অনুসন্ধান কার্যক্রম চালাতে সক্ষম, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়।

এছাড়া কোনো কোম্পানি যদি কাজ সম্পন্ন না করেই চলে যায় সেক্ষেত্রে সংশোধিত পিএসসিতে আইনি ব্যবস্থা রাখার চিন্তা করা হচ্ছে।

সভা শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, ‘অর্থনৈতিকভাবে লাভজনক এমন গ্যাস ব্লকগুলো বাপেক্সে দেওয়ার চিন্তা করছে সরকার। ’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বিভিন্ন সময় বিদেশি কোম্পানিগুলো তেল-গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে। ’

১৯৯৬ সালে অনুষ্ঠিত চতুর্থ দফা বিডিং রাউন্ডের প্রায় ১৪ বছর পর স্থলভাগের জন্য উদ্যোগ নেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।