রাজশাহী: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার গত কয়েক মাস ধরেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করছে। পাশাপাশি সিলিন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে গ্যাস ক্ষেত্রে বৈষম্য জারি রেখেছে। তাই অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, গণসংহতি জেলা সংগঠক আহসান হাবীব রকি, রাবি ছাত্র ফেডারেশন সভাপতি ফারুক ইমন, শ্রমজীবী সমিতির জেলা সভাপতি হাসিব রেজাসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন রাবি ছাত্র ফেডারেশনের সম্পাদক যারিফ মুহিব।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫