ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

উৎপাদনে গেল সামিট বিবিয়ানা ২ বিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
উৎপাদনে গেল সামিট বিবিয়ানা ২ বিদ্যুৎ কেন্দ্র

ঢাকা: পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো সামিট গ্রুপ ও জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির যৌথ উদ্যোগে স্থাপিত ‘সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানি লিমিটেড।

পরীক্ষামূলকভাবে গত এক সপ্তাহ ধরে জাতীয় গ্রিডে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ কেন্দ্রটি।



হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত নতুন এই কম্বাইন্ড সাইকেল প্লান্টটি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে সরবরাহ করতে পারবে বলে জানা গেছে।

বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে ৩১ কোটি মার্কিন ডলার। বিদ্যুৎ কেন্দ্রটি  স্থাপনে আর্থিক সহায়তা করেছে বিশ্বব্যাংক, এডিবি এবং আইডিবি।

সামিট গ্রুপ বর্তমানে ন্যাশনাল গ্রিডে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যা বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১২ শতাংশ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে এর বিনিয়োগ ১২০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।