ঢাকা: শিগগিরই বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। তবে আবাসিকসহ অন্য ক্ষেত্রে বাড়লেও সেচের ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা গেছে।
সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকতে পারে বলেও সূত্র জানিয়েছে। তবে বাকি ক্ষেত্রগুলোয় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে।
বিইআরসি সূত্রে আরও জানা গেছে, চলতি অথবা আগামি সপ্তাহেই এ দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে। আগামি ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই মূল্য কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমইএস/আরএইচ/বিএস
** সাঙ্গ হলো বিদ্যুতের গণশুনানি