ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানালেন মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১১

ঢাকা: সমুদ্রবক্ষের গ্যাস নিয়ে বিদেশি কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার জাতীয় ২০১০-১১ অর্থ-বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় তিনি এ দাবি তোলেন।



এ সময় তিনি বলেন, ‘বহুজাতিক কোম্পানির কাছে আমরা মাথা নত করছি। আমার দেশের গ্যাস আমাকেই আন্তর্জাতিক দামে কিনতে হবে। গ্যাস আমাদের অথচ ৮০ ভাগ তারা নিয়ে যাবে। বিদেশে বিক্রি করবে। এমন চুক্তি আমরা করলাম। নিজেদের ভালো সবাই বুঝলেও আমরা বুঝি না। ’

তিনি বলেন, ‘কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি বন্ধ করুন। সংসদে এই চুক্তি নিয়ে আসুন। এই চুক্তিতে কী আছে তা সবার জানা দরকার। ’
 
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে শক্তিশালী করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মেনন বলেন, ‘গতকাল সুরঞ্জিত সেনগুপ্ত ঠিকই বলেছেন, প্রত্যেকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ’

বিদ্যুৎ খাত নিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে আমরা এগিয়েছি ঠিক। কিন্তু আমরা কি জনগণের পক্ষে কাজ করছি? রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ফলে বিদ্যুতের দাম বাড়বে। এখানে কি আমরা ভর্তূকি দেবো। নাকি জনগণের ওপর চাপিয়ে দেবো?’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।