ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জানুয়ারি ২৩, ২০১৬
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ১০ থেকে ১৫ মার্চের লং মার্চ সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।



সংগঠনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদত হোসের লাকুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক ডাকসু ভিপি রাগীব হাসান মুন্না, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, বাসদ (মার্কসবাদী) নেতা আহসানুল হাবীব সাঈদ ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তরিকুল সুজন।

বক্তারা আগামী ১০ থেকে ১৫ মার্চ ঢাকা থেকে সুন্দরবন লং মার্চে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
   
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।