ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঢাবিতে ৩ দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ঢাবিতে ৩ দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি মেলা ছবি: রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় নবায়নযোগ্য জ্বালানি মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাইফুল হক।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে এক সংবাদ সম্মেলেনে তিনি এ কথা জানান।



সংবাদ সম্মেলনে ড. সাইফুল হক জানান, দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ন্যাশনাল রিনিউএবল এনার্জি এক্সপো-১৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি এ জাতীয় সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করছে। শক্তি ইনস্টিটিউটের এনার্জি পার্কে ২৯ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

তিনি আরও জানান, প্রদর্শনীর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাবি উপচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ীরা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন বলেও জানান ড. সাইফুল হক।

‘ন্যাশনাল রিনিউএবল এনার্জি এক্সপো-১৬’ উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. এসএম নাসিফ সামস, এক্সপো কমিটির যুগ্ম আহ্বায়ক বলরাম বাহাদুর, স্যোলার গ্রিড সভাপতি আবদুল হালিম মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এইচআর/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।