ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

কোটালীপাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কোটালীপাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৯০টি গ্রামের ছয় হাজার ২৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরসারি এর উদ্বোধন করেন তিনি।



গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ উদ্বোধনের মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলার শতকরা ৯২ ভাগ এলাকা বিদ্যুতায়ন হলো। আগামী জুন মাসের মধ্যে পুরো কোটালীপাড়া উপজেলায় বিদ্যুতায়নের কাজ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।