গাইবান্ধা: রংপুর বিভাগের ৮টি জেলায় গ্যাস সরবরাহ ও বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে শহরের ডিবি রোড কাচারি বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির রংপুর বিভাগ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুন নবী, মফিদুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, মীর তৌহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিভাগের ৮টি জেলায় গ্যাস সরবরাহ ছাড়াও বিভিন্ন দাবি জানান।
দাবিসমূহ হলো, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রংপুর থেকে গোবিন্দগঞ্জ-বগুড়া হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ, লালমনিরহাটকে শিল্পনগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, দিনাজপুরে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, পঞ্চগড় জেলাকে পর্যটন এলাকা ঘোষণা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, নীলফামারী ইপিজেডে পূর্ণাঙ্গ ইপিজেড চালু ও কুড়িগ্রামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর