ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দেশকে এগিয়ে নিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
দেশকে এগিয়ে নিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। সরকার সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।



সোমবার (০৭ মার্চ) দুপুরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ‘সব ঘরে শতভাগ বিদ্যুতায়ন’ কার্যক্রমের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মসিউর রহমান বলেন, ২০১৮ সালের মধ্যে এ অঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সব প্রকল্পের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)-এর গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

পরে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলার ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের রতনখালী, কয়রার আমাদি ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা, দাকোপের চালনা টিটাপল্লী, বরাইখালী ও তেরখাদার মধুপুর ইউনিয়নের লস্করপুর গ্র্রামের বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. শহীদুজ্জামান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র, খুলনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) পঞ্চানন বিশ্বাস, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম, খুলনা পল্লী বিদ্যুৎ সিমিতির সভাপতি আবুল কালাম মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।