ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি (ভারপ্রাপ্ত) নওশাদ ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২০ মার্চ) তার অপসারণের খবর নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ।
তিতাস গ্যাসের জিএম (ভিজিলেন্স) মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নওশাদ ইসলামকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, ১৮ মার্চ বনানীতে গ্যাস বিস্ফোরণে একটি বাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমালোচনার মুখে তিতাসের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের অবৈধ সংযোগ প্রদানসহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই/এসএইচ