ঢাকা: আবাসিক এলাকায় গড়ে ওঠা অননুমোদিত পেট্রোল পাম্প উচ্ছেদ এবং ভেজাল জ্বালানি বিক্রেতা পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার (০৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা যেসব অননুমোদিত পেট্রোল পাম্প ভেজাল জ্বালানি বিক্রি করছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
আগামী ছয় মাসের মধ্যে ওই সব পেট্রোল পাম্প সরিয়ে নিতে হবে, তা না হলে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন নসরুল হামিদ বিপু।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএমএ/ওএইচ/এএসআর