খাগড়াছড়ি: বিদ্যুতের লাইন মেরামতের জন্য সপ্তাহে দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। বাকি ৫ দিন ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে গ্রাহকরা।
দেশের দীর্ঘতম বিদ্যুৎ লাইনের দৈর্ঘ্য প্রায় ১০৫ কিলোমিটার। আশির দশকে অনেকটা দায়সারাভাবে চট্টগ্রামের হাটহাজারী থেকে টানানো লাইন দিয়েই চলছে খাগড়াছড়ির ৯ উপজেলা ছাড়াও পাশের জেলা রাঙ্গামাটির নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলা।
পিডিবি সূত্র জানিয়েছে, এই জেলায় বিদ্যুৎ চাহিদা ১৭/১৮ মেগাওয়াট হলেও ক্রটিপূর্ণ লাইনের কারণে একসঙ্গে পুরো জেলায় সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ১০৫ কিলোমিটার দূরবর্তী হাটহাজারী রিয়েল উপকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। ১০৫ কিলোমিটার দূরবর্তী রিয়েল উপকেন্দ্রে কোনো যান্ত্রিক ও প্রাকৃতিক গোলযোগ দেখা দিলে ১২টি উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ বিতরণ বিভাগের কয়েকজন কর্মচারী বলেন, ‘কোনো কারণে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়। কারণ বিদ্যুতের খুঁটিগুলো সবই জঙ্গল পরিবেষ্টিত আর পাহাড়ে। ক্রটি খোঁজার জন্য দীর্ঘ লাইনের প্রত্যেকটি খুঁটি যাচাই বাছাই করতে গিয়ে আমাদের করুণ অবস্থা হয়। ’
খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার খুরশিদ আনসারী বাংলানিউজকে বলেন, প্রচণ্ড গরম। তারপর বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগীরা কী যে ভোগান্তিতে আছে তা বলে বোঝানো যাবে না! নলকূপে পানি উঠছে না, এক্সরে মেশিন চলছে না, জরুরি চিকিৎসা সেবাও দেওয়া সম্ভব হচ্ছে না। আর হাসপাতালের যে জেনারেটর তাও বেশিক্ষণ চালানো সম্ভব হয় না।
জেলা সদরের আনন্দ নগর এলাকার গৃহিনী রত্না দাশ, শুক্লা দে, নিপু চৌধুরী বাংলানিউজকে বলেন,আমাদের এখানকার বিদ্যুতের যে অবস্থা তাতে ঘরে বিদ্যুৎ সংযোগ আছে কি নেই বোঝা মুশকিল। ঘরের মোটর, ফ্রিজ লো-ভোল্টেজের কারণে কয়েক দফায় নষ্ট হয়ে গেছে। ঘরের পাখা চলা আর না চলার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আর বিদ্যুতের জন্য অপেক্ষা করি না,আগের হারিকেনই আমাদের একমাত্র ভরসা।
খাগড়াছড়ির ব্যবসায়ী সমিতিরি সভাপতি লিয়াকত আলী চৌধুরী আক্ষেপ করে বাংলানিউজকে বলেন, ‘দেশে এ ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হয়তো আর নেই। ১০৫ কিলোমিটার দূরবর্তীর শত শত খুঁটির মধ্যে একটি খুঁটির ক্রুটির কারণে ১১ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিষয়টা বর্তমান সময়ের জন্য অবশ্যই আশ্চার্যজনক। প্রতিনিয়ত বিদ্যুৎ ভোগান্তির কারণে ভালোভাবে ব্যবসা করা যাচ্ছে না।
দুর্ভোগের কথা স্বীকার করে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বাংলানিউজকে বলেন, একদিকে হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত যে বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। পুরাতন, ক্রটিপূর্ণ এই লাইন দিয়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশ কয়েকটি উপজেলার বিদ্যুৎ সরবরাহ দেওয়া চ্যালেঞ্জ ছাড়া আর কিছু না। বৈরী আবহাওয়ায় কোনোভাবে লাইনে সরবরাহ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, জেলাজুড়ে হাজার হাজার অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করছে। এই ইজিবাইকগুলো প্রচুর বিদ্যুৎ ব্যবহার করছে। হাজার হাজার ব্যটারি চার্জ দিতে গিয়ে অল্প দিনের ব্যবধানে ৪টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। বিদ্যুতের জন্য ইজিবাইক এখন বিষফোঁড়া হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। চলমান লাইন মেরামত হয়ে গেলে বিদ্যুৎ সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে।
নির্মাণাধীন গ্রিড সাব স্টেশন চালু না হওয়া পর্যন্ত বিদ্যুতের সমস্যা নিরসন হবে না দাবি করে তিনি বলেন, ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ঠাকুরছড়া এলাকায় গ্রিড সাব স্টেশন নির্মাণের কাজ চলছে। আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সাব স্টেশন তৈরি না হওয়া পর্যন্ত বিদ্যুতের স্থায়ী সমাধান হচ্ছে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬
পিসি/