ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

এলএনজি টার্মিনালে ব্যয় ১৫৬ কোটি ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এলএনজি টার্মিনালে ব্যয় ১৫৬ কোটি ডলার

ঢাকা: দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি) টার্মিনাল নির্মাণে ব্যয় হবে ১৫৬ কোটি মার্কিন ডলার (১ ডলার= ৭৮ টাকা)।

কক্সবাজারের মহেশখালীতে  দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ভাসমান এ টার্মিনাল স্থাপনে পেট্রোবাংলা ও ‘এক্সিলেরেট এনার্জি বাংলাদেশ লিমিটেড’-এর মধ্যে সম্পাদিত চুক্তি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


 
বুধবার (২২ জুন) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য পেট্রোবাংলা ও ‘এক্সিলেরেট এনার্জি বাংলাদেশ লিমিটেডে’র মধ্যে খসড়া ‘টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট’, ‘ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট’ এবং ‘সাইড লেটার এগ্রিমেন্ট’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
 
‘দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে বছরে সরকারের ব্যয় হবে প্রায় ১৫৬ কোটি মার্কিন ডলার। এর মধ্যে কর, ভ্যাট, বিমা ও অগ্রিম আয়কর ছাড়া  পেট্রোবাংলাকে বছরে পরিশোধ করতে হবে ৯ কোটি ডলার। ’
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ‘টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট’ স্বাক্ষরের পর ‘পারফরমেন্স বন্ড’ হিসেবে টার্মিনাল কোম্পানি ২ কোটি ডলার জমা দেবে।

অন্যদিকে টার্মিনাল কোম্পানির সার্ভিস গ্রহণের জন্য পেট্রোবাংলাকে ফিক্সড কম্পোনেন্ট ফি হিসেবে দৈনিক ১ লাখ ৫৯ হাজার হাজার ১৮৬ ডলার, অপরেটিং কম্পোনেন্ট ফি হিসেবে দৈনিক ৪৫ হাজার ৮১৪ ডলার এবং দৈনিক পোর্ট সার্ভিস কম্পোনেন্ট ফি দিতে হবে ৩২ হাজার ডলার পরিশোধ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।