ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি সই সেপ্টেম্বরেই: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি সই সেপ্টেম্বরেই: অর্থমন্ত্রী

ঢাকা: আগামী সেপ্টেম্বরেই ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি সই হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

অর্থমন্ত্রী বলেন, ‘তবে চুক্তির কিছু ধারা আরও পর্যালোচনার জন্য এটা ফেরত পাঠানো হয়েছে। কারণ এটা ২৫ বছরের চুক্তি। এত দীর্ঘ সময় পরিস্থিতি বদলে যেতে পারে। ততোদিন আমাদের বিদ্যুৎ আমদানির প্রয়োজন নাও হতে পারে। তবে সেপ্টেম্বর নাগাদ চুক্তি সই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ’

আজকের সভায় আরও তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এগুলো হচ্ছে- ঢাকা অশুলিয়া সড়কের পাশ দিয়ে প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু পিপিপির ভিত্তিতে বাস্তবায়ন এবং মিটারগেজ পেসেঞ্জার কোচ সরবরাহের জন্য বিকল্প ক্রেডিট লাইনসহ ওটিএম অনুসরণ করে মিটারগেজ প্যাসেঞ্জার কোচ সংগ্রহের জন্য দরপত্র আহ্বান।

এগুলোর মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সম্পর্কে মন্ত্রী জানান, ‘এর দৈর্ঘ হবে ২৬ কিলোমিটার। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।