ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বগুড়ায় ১৭ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বগুড়ায় ১৭ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অভিযান চালিয়ে ১৭ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদালত পরিচালনা করেন।
 
সন্ধ্যায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ধুনট সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) বিজয় কুমার কুন্ড বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।


 
তিনি জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও এসব গ্রাহকরা তাদের বিল পরিশোধ করেননি। এ কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১৭ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এসব গ্রাহকের বিপরীতে মোট ৭ লাখ ৮ হাজার ৪১১ টাকা বিল বকেয়া রয়েছে।
 
এর মধ্যে ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের শফিকুল ইসলামের এক লাখ ১৩ হাজার ৭৬১ টাকা, অফিসার পাড়ার আকবর হোসেনের ৬৬ হাজার ৩৩২ টাকা, আসাদুজ্জামান স্বপনের ২৬ হাজার ৪৮১ টাকা, ফুলেরা বেগমের ২৫ হাজার ৮৩৬ টাকা, মতিয়ার রহমানের ৭১ হাজার ৭০০ টাকা, শফিকুল ইসলামের ৪৮ হাজার ২৫১ টাকা, আব্দুল খালেকের ২০ হাজার ৮০৬ টাকা, শফিকুল ইসলামের ৩৩ হাজার ৯২৪ টাকা, খোরশেদ আলমের ৫৬ হাজার ৮৩৮ টাকা, সাইদুল ইসলামের ৪৪ হাজার ৭৮১ টাকা, মোহাম্মাদ আলীর ২২ হাজার ৯০৭ টাকা, রাশেদুল ইসলাম শিপনের ১০ হাজার ৫৯৪ টাকা, শাহাদুজ্জামান তোতার ৫২ হাজার ৬৮৬ টাকা, গোলাম রব্বানীর ৫৮ হাজার ৫০৯ টাকা, আবুল কালাম আজাদের ২৯ হাজার ৪৫০ টাকা, বিশ্বনাথ কর্মকারের ১০ হাজার ৯৮৭ টাকা ও বাবলু আকন্দের ১৪ হাজার ৫৬৮ টাকা।
 
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।