ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পূর্বধলায় ৩৭৫ পরিবার পেল বিদ্যুতের আলো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ৫, ২০১৭
পূর্বধলায় ৩৭৫ পরিবার পেল বিদ্যুতের আলো পূর্বধলায় ৩৭৫ পরিবার পেল বিদ্যুতের আলো-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধোবাডহর, হিরিভিটা ও পূর্বপাড়া গ্রামের ৩৭৫টি পরিবারে বিদ্যু‍ৎ সংযোগ দেয়া হয়েছে।

শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নে ধোবাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

ওই ইউনিয়নের ধোবাডহর, হিরিভিটা ও পূর্বপাড়া তিন গ্রামবাসীর অপেক্ষার অবসান ঘটেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নেত্রকোনা পল্লী বিদ্যু‍ৎ সমিতির এজিএম আফজাল হোসেন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।