ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ বিতরণ বাড়াতে এডিবির ঋণ সহায়তা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
বিদ্যুৎ বিতরণ বাড়াতে এডিবির ঋণ সহায়তা 

ঢাকা: বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ বাড়াতে ৬১ দশমিক ৬ কোটি ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ডলার প্রতি ৮০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৯২৮ কোটি টাকা।

৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের জন্য ২ শতাংশ সুদে সংস্থাটি এ ঋণ দিচ্ছে।

সোমবার (২৯ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি সাক্ষরিত হয়।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম ও এডিবি’র আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি স্বাক্ষর করেন।  

বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহ্যান্সমেন্ট অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় ইআরডি সচিব সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। বর্তমান প্রেক্ষাপটে প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। সব সংস্থাকে যথাযথভাবে এটি বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমআইএস/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।