ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শার্শায় ৮০ পরিবারে বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
শার্শায় ৮০ পরিবারে বিদ্যুৎ সংযোগ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে ৮০টি দরিদ্র পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বসতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বসতপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি আফিল উদ্দিন বলেন, বর্তমান যুগে বিদ্যুৎ ছাড়া কোনো উন্নয়ন ভাবা যায়না।

তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।
 
উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শার্শা)’র জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়ারাব হোসেন,  সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম দ্বীনু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এজেডএইচ/টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।