ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পূর্বধলায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৩১৭ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
পূর্বধলায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৩১৭ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল ৩১৭টি পরিবার।

বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের জামদুদ গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।

ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, জারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজেদা খাতুন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের জামদুদ গ্রামের ৩১৭টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।