ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বড়পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বড়পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ

দিনাজপুর: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন প্লান্ট থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ভোর থেকে এই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। তার আগে পরীক্ষামূলকভাবে ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৮ ঘণ্টা চালানো হয়।

নির্মাণাধীন প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল নির্ধারিত সময়ের মধ্যেই কয়লাভিত্তিক ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে।  

বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক চৌধুরী মো. নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, সফলতার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এখন প্রকল্পটি চালু করা হচ্ছে। প্রথম ধাপে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে পেরেছি।  

তিনি বলেন, আগামী ২০ নভেম্বর থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। তা দিয়ে গোটা উত্তরাঞ্চলের বিদ্যুতের চাহিদা মিটবে ও শিল্প কলকারখানা ও কৃষিতে বিপ্লব ঘটবে।  

আগামীতে এখানে ১ হাজার মেগাওয়াট নতুন পাওয়ার প্লান্ট তৈরি পরিকল্পনা রয়েছে। বর্তমানে দু’টি ইউনিটে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব বলেও জানান প্রকল্প পরিচালক চৌধুরী নুরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।