ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাণীনগরে নতুন বিদ্যু‍ৎ সংযোগ পেল ১৪০০ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
রাণীনগরে নতুন বিদ্যু‍ৎ সংযোগ পেল ১৪০০ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর রাণীনগরে নতুন করে বিদ্যুৎ সংযোগ পেল ১৬টি গ্রামের ১ হাজার ৪শ’ পরিবার।

শনিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একাডালা ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

এ সময় একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন পল্লী বিদ্যুৎ রাণীনগর অঞ্চলের ডিজিএম মো. আসাদুজ্জামান প্রমুখ।

একডালা ইউনিয়নের একডালা, পাকুড়িয়া, যাত্রাপুর, ভেবড়াগাড়ী, পাঁচুপুর, কাশিনগর, সরিয়া, গুয়াতা, রামজীবনপুর, জলকৈ, উপরতালিমপুর, দিঘীপাড়া, ঘাটাগন, শিয়ালা, কালীগ্রাম কয়াপাড়া ও দুধকুণ্ডি গ্রামের ১ হাজার ৪শ’ পরিবারকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।