ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি শুরু জুনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ৯, ২০১৮
গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি শুরু জুনে

ঢাকা: আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১১ জুন গণশুনানি শুরু হবে বলে বিইআরসি সূত্র জানিয়েছে।

প্রথম দিন গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন চার্জ বৃদ্ধির ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন সবচেয়ে বড় বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির ওপর গণশুনানি নেওয়া হবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি নেওয়া হবে ১৪ জুন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রস্তাব নিয়ে শুনানি হবে ১৮ জুন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শুনানি হবে ১৯ জুন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের শুনানি নেওয়া হবে ২০ জুন এবং সর্বশেষ ২১ জুন খুলনা অঞ্চলে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করবে বিইআরসি।

গ্যাসের সঞ্চালন ও বিতরণ চার্জ এবং ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম পুনর্নির্ধারণে কোম্পানিগুলোর প্রস্তাবিত দামের ওপর এই শুনানি অনুষ্ঠিত হবে।  

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে সকাল ১০টায় এই শুনানি শুরু হবে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে সব ধরনের গ্যাসের দাম বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।