ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

স্বাধীনতার ৪৭ বছর পর গঙ্গানগর পেল বিদ্যুৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
স্বাধীনতার ৪৭ বছর পর গঙ্গানগর পেল বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রা

ব্রাহ্মণবাড়িয়া: স্বাধীনতার ৪৭ বছর পর হাওর বেষ্টিত জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

স্থানীয় স্বপন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাফি উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যাতি ভট্টাচার্য, বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছায়েব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল করিম, মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ সরকারে অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ১৭০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।