ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মোংলায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
মোংলায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় দ্বিতীয় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দিগরাজে ১০ এমভিএ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদৎ হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও সহকারী ম্যানেজার অঞ্জন কুমার সরকার প্রমুখ।

উদ্বোধন শেষে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই দেশের বিদ্যুতের চাহিদা মিটিয়েছে। যতদিন তিনি প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশ উন্নত হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সব অসম্পন্ন কাজ আমরা সম্পন্ন করবো। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নতির জন্য আগামী বছরই রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ১৩শ’ ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।  

বাংলাদেশ  সময়:  ২১১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।