ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জাতীয় গ্রিডে সংযুক্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
জাতীয় গ্রিডে সংযুক্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ 

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়ায় নির্মিত ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

প্রথমবারের মত সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ১২০ মোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।  

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গোপালগঞ্জ স্টেশনে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম সফলভাবে চালু করা হয়।

প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।  

আগামী ফেব্রুয়ারি মাসে বাণিজ্যিকভাবে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।  

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।