ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফেব্রুয়ারি-মে মাসের গ্যাস বিল দেওয়ার সময়সীমা শিথিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ফেব্রুয়ারি-মে মাসের গ্যাস বিল দেওয়ার সময়সীমা শিথিল চুলা।

ঢাকা: আবাসিক খাতে ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাসের বিল দেওয়ার জন্য সময়সীমা শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে। 

রোববার (২২ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অপারেশন-৪ শাখার উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহক একই সময়ে বিভিন্ন ব্যাংকে উপস্থিত হন।

এমন উপস্থিতি করোনা ভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। তাই সরকার আবাসিক খাতে গ্যাস বিল পরিশোধ করার ক্ষেত্রে ‘গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪’ এর নিয়মাবলী শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবাসিক খাতের গ্রাহকরা কোনো ধরনের বিলম্ব মাশুল ছাড়াই ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাসের বিল জুন মাসে সুবিধাজনক যেকোনো সময়ে পরিশোধ করতে পারবেন‌।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।