শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট পর্যন্ত ৩৩ কেভির বিকল্প লাইন এটি। প্রায় ১০ দিন আগে খুঁটিগুলো উপড়ে তারসহ জমিতে পড়ে যায়।
স্থানীয়রা জানান, সঠিকভাবে স্থাপন না হওয়ায় সামান্য ঝড়েই খুঁটিগুলো নিচে পড়ে গেছে। কাজের নিম্নমানের কারণেই এমনটা ঘটেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তারা।
চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আবুল কাশেম বাংলানিউজকে বলেন, পুরাতন ৩৩ কেভি লাইনটি রাবার বাগানের ভেতর দিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ বিধায় বাল্লা রেললাইনের পাশ দিয়ে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। তারও টানানো হয়েছে। তবে টানা না থাকায় ঘূর্ণিঝড় আম্পানের সময় খুঁটিগুলো উপড়ে পড়েছে। ঠিকাদার এগুলো পুনরায় স্থাপন করবে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, শিগিগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস