ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে চাকরি চলে যাবে: বিপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে চাকরি চলে যাবে: বিপু বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

নারায়ণগঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ বিভাগের কারো যদি কোনো গাফিলতি থাকে তাহলে তার চাকরি তো যাবেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আমি দেখলাম এখানে অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। কোনো অঘটন ঘটলে আমরা সবাই সচেতন হই।  

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে কথা হয়েছে। মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন কীভাবে গেল তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, গুটিকয়েক অফিস নিয়ে সারাদেশের সার্ভিস সম্ভব নয় জনগণ যদি সহযোগিতা না করে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।