ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দেশে বিদ্যুৎ খাতে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
দেশে বিদ্যুৎ খাতে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে

ভোলা: আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিদ্যুৎ খাতে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে। এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত।

প্রত্যন্ত অঞ্চলের সব ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে।

সোমবার (৩০ নভেম্বর) প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে লালমোহন বিদ্যুতের জোনাল অফিসের ভবন উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসেবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারাবিশ্বে প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিল। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তখন বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।