ঢাকা: গ্যাসের সংকট সমাধানে এবার শিল্পকারখানা খাতে প্রতিদিন চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১৫ দিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত শিল্পকারখানায় গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।
এর আগে, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশনে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
আরকেআর/এএটি