ঢাকা: রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে ১৯ নভেম্বর মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এ দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশের রূপপুরের মতো রোসাটম মিশরের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রথম কংক্রিট ঢালাইয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশরের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী ড. মোহামেদ শাকের এল-মারকাবী, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আমজেদ এল-ওয়াকীল, রোসাটমের মহাপরিচালক ড. আলেক্সি লিখাচেভ, এবং এএসইর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (এনপিপি প্রকল্প ব্যবস্থাপনা) ড. আলেক্সান্ডার কোরচাগিন।
এল-দাবা এনপিপি মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যে কায়রোর প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমধ্যসাগর উপকূলবর্তী এল-দাবা শহরে নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে ৪টি বিদ্যুৎ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। এল-দাবা প্রকল্পেও ব্যবহৃত হবে রপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।
এল-দাবা এনপিপি বাস্তবায়নসহ রাশিয়া প্রকল্পটির পুরো আয়ুষ্কাল ধরে জ্বালানি সরবরাহ, মিশরীয় জনবল প্রশিক্ষণ, প্রথম ১০ বছর প্রকল্পটির অপারেশন ও সার্ভিসিং-এ সহায়তা করবে। এছাড়াও রাশিয়া ব্যবহৃত পারমাণবিক জ্বালানির জন্য একটি সংরক্ষণাগার নির্মাণ করবে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসকে/এএটি