ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে ঈদুল আজহা উদযাপিত

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
জার্মানিতে ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে জার্মানিতেও পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রবাসী অধ্যুষিত বার্লিনের প্রায় সবকটি মসজিদে ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় টেম্পলহফার ফেল্ডের খোলা মাঠে।

একই সাথে রাজধানীর নয়কোলনের বায়তুল মোকাররম মসজিদেও নামাজ আদায় করতে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন  জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ নরনারী বাংলাদেশসহ সারা বিশ্বের সবার জন্য ঈদের শুভেচ্ছা জানান।

এমন দিনে বাংলাদেশের মতো পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পেরে ভীষণ খুশি প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।