ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অটাম ফেস্টিভ্যাল

শাহ তানভীর আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
পর্তুগালে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অটাম ফেস্টিভ্যাল

পর্তুগাল, লিসবন থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংগঠন ‘বাংলাদেশি লেডিস ই-কমার্স প্লাটফর্ম ইন ইউরোপ’ এর আয়োজনে অটাম ফেস্টিভ্যাল-২৩ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৯ নভেম্বর) রাজধানী লিসবনের রোমার স্থানীয় লিটন তার্কিশ গ্রিল রেস্টুরেন্টের বল রুমে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রধান সমন্বয়কারী নারী উদ্যোক্তা বন্নি নাহরিন ও কাজী সুমাইয়ার আয়োজনে উক্ত মেলায় লিসবনের নারী উদ্যোক্তাদের, মাইম’স, বি’এডোর, কেক টিউন, ইউনিক ফ্যাশন, টিফুড কেটারিং, সুন্নাহ বাংলাদেশ, কেক ভিলা , মুনবেকস্, ভিআইপি সেলুন (ইউনিসেক্স), মাইমুনাহ’স হেনা, টেস্টি টেল অফ লিসবন, কাইয়া’স হেনা হেভেন, সুমাইয়া’স বেকারি, শর্মী’স কিচেন,  মুন্নি’স বিডি ফুড ইন পর্তুগাল, রুমা কালেকশন, বিএনবি পাকিস্তানি ফ্যাশন কালেকশন, বি&বি (বুটিক অ্যান্ড ব্লিস), সুলতানা’স স্নাক্স, এশিয়ান ফুড হল নামক ১৯টি সংগঠনের স্টল এ সময় গ্রহণ করে।

পর্তুগালে ভিন্ন মাত্রার প্রবাসী বাংলাদেশি নারীদের এই প্রথম এমন আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে কমিউনিটিতে যা মেলায় আসা দর্শনার্থীদের ভিড় এবং উপস্থিতি তার প্রমাণ।

মেলার আয়োজক বন্নি নাহরিন ও কাজী সুমাইয়া জানান, প্রবাস জীবনে ঘরে বসে অলস সময় টুকু কাজে লাগিয়ে প্রবাসে নারীদের উদ্যোক্তা হতে সহায়তা প্রদান করার লক্ষ্যে আয়োজন এই মেলার। সেইসঙ্গে ব্যবসা বান্ধব প্রবাসী নারীদের ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অদূর ভবিষ্যতে ভিন্নতা বিভিন্ন পরিকল্পনা রয়েছে আমাদের সংগঠনের সদস্য নারী উদ্যোক্তাদের নিয়ে।  

এছাড়াও আমাদের বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে এ প্লাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানান তারা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।