ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মাদ্রিদে ‘বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন’র উদ্যোগে ইফতার মাহফিল

জিয়াউল হক জুমন, গেস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
মাদ্রিদে ‘বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন’র উদ্যোগে ইফতার মাহফিল

স্পেন: মাদ্রিদে কমিউনিটির সম্মানে ‘বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন’র বার্ষিক ইফতার মাহফিল যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার (২৮  মার্চ ২০২৪) বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।

‘বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন’র উদ্যোগে স্পেনে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন- স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি।  

সংগঠনের সভাপতি একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাগরিক টিভি ও বাংলানিউজ২৪.কমের স্পেন প্রতিনিধি জিয়াউল হক জুমন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভুঁইয়া কচি, সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাসুদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সহ-সভাপতি ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, সহ-সাধারণ সম্পাদক রফিক খান, কবির আহমেদ, তরুণ সংগঠক মামুন হাওলাদারসহ বিপুল সংখ্যক প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির নেতারা।

এ সময় ‘বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবির আল মাহমুদ, জহির আহমেদ, নীলিম শেখ রাসেল, মজিবুর রহমান, সিফাত এ নওরীন, তামিম ইকবাল, সুমন মিয়া‘সহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।