ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

স্বৈরাচারবিরোধী লড়াইয়ের অনলাইন যোদ্ধা যুক্তরাষ্ট্রপ্রবাসী আলাউর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
স্বৈরাচারবিরোধী লড়াইয়ের অনলাইন যোদ্ধা যুক্তরাষ্ট্রপ্রবাসী আলাউর

ঢাকা: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক আলাউর খন্দকার এবার ফ্যাসিবাদের পতনের লড়াইয়েও অনলাইনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অনলাইন-অফলাইনে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার সরকারের।

প্রধানমন্ত্রীর পথ ছেড়ে শেখ হাসিনা সেদিন ভারতে পালিয়ে যান। তার দলের নেতা-কর্মী এবং সরকারের মন্ত্রী-এমপিরাও পালিয়ে যান বিভিন্ন দেশে।  

আন্দোলনে অন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের মতো সক্রিয় ভূমিকা রাখা আলাউরের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।  

১৯৯০-এর দশকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৯৮০-এর দশকের শেষের দিকে সিলেটের প্রাচীনতম পত্রিকা সিলেটের ডাক ও তৎকালীন ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন সচিত্র দেশকাল আজকের সূর্যোদয়ের উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন।  

যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউ জার্সির পেটারসন শহরে বসবাস শুরু করেন তিনি। ১৯৯১ সালে নিউ জার্সির প্রবাসী যুব সমাজের উন্নতি অগ্রগতির লক্ষ্যে তিনি গঠন করেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব অব নিউ জার্সি ও নিজের কর্ম জীবনের পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ শুরু করেন।  

তৎকালীন বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি আমেরিকার মূলধারা রাজনীতির সঙ্গে নিজেকে সমৃদ্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গঠনের লক্ষ্যে জোরালো ভূমিকা পালন করেন।  

২০১২ সালে তিনি প্রথম বাংলাদেশি নিউ জার্সির পেটারসন সিটির কমিশনার নির্বাচিত হন। বাংলাদেশের মানবাধিকার আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তব্য-বিবৃতি ও মূলধারার সঙ্গে লবিস্টের ভূমিকা পালন করেন।  

২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে রাতের ভোটের পর তিনি সবুজ বাংলা টেলিভিশন (নিউ জার্সির প্রাচীনতম বাংলা চ্যানেলে) শুরু করেন। কমিউনিটি ফোরাম নামে একটি রাজনৈতিক টকশো বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সচিব, সাবেক জেনারেলসহ সুশীল সমাজের ইন্টারভিউ করেন। পরে নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন আমেরিকা বাংলা চ্যানেল (এবিসি)। বর্তমানে এবিসি ফোরাম অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিশ্লেষণ ধর্মী একটি টকশো।  

এছাড়া তিনি বর্তমানে নিউ জার্সির রিপাবলিকান পার্টির ডিস্ট্রিক্ট লিডার, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাসের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সির প্রধান উপদেষ্টা ও জনপ্রিয় টিভি চ্যানেল আমেরিকা বাংলা চ্যানেল এবিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।