ঢাকা: বাংলাদেশ ও কাতারের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক কাতারের বিখ্যাত কাতারা কালচারাল ভিলেজের গ্যালারিতে বাংলাদেশি শিল্পীর একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের প্রায় ৫০টি চিত্রকর্ম নিয়ে ৭ দিনব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে কাতারা কালচারাল ভিলেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল দোসারী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান শেখা মোহাম্মেদ আব্দুল্লাহ আল সুলাইতি, কাতারস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের বিশিষ্ট ব্যক্তিরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও কাতারা কালচারাল ভিলেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল দোসারীকে সাথে নিয়ে ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।
শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্যে তার চিত্রকর্ম সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করেন।
তার একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে তাকে সম্মানিত করায় বাংলাদেশ দূতাবাস ও কাটারা কালচারাল ভিলেজের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ ও কাতারের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করতে সহযোগিতা করার জন্য কাতার সরকার ও কাতারা কালচারাল ভিলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরে তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের সংস্কৃতিকে প্রসিদ্ধ করার ক্ষেত্রে বাংলাদেশি চিত্র-শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসাহ প্রদান করার জন্য তিনি সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
টিআর/এএটি