ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বার্লিনে শোভাযাত্রা

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বার্লিনে শোভাযাত্রা

বাংলা নববর্ষকে (১৪৩২) স্বাগত জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে বর্ণিল শোভাযাত্রা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।  

রোববার ( ১৩ এপ্রিল) বিকেলে বার্লিনের ফ্রাংফুর্টার আলে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

বার্লিন ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘উদযাপন’ শোভাযাত্রাটির আয়োজন করে।  

পরে বার্লিনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শোভাযাত্রাটি শেষ হয় ফ্রাংফুর্টার আলেতে এসে।  

শোভাযাত্রাটিতে নানা রঙের ফেস্টুন, মুখোশ ও প্ল্যাকার্ড নিয়ে শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। শোভাযাত্রা থেকে বাংলাদেশের মানুষ ও প্রবাসীদের নতুন বছরের জন্য কল্যাণ কামনা করা হয়।

‘উদযাপন’ সংগঠক জাহিদ কবির হিমন জানান, বাঙালি সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে ও প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা যাতে বাংলাদেশ, দেশের সংস্কৃতি ভুলে না যায় সেজন্য আমরা ‘উদযাপন’ সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছি। দেশের নতুন বছরকে আরও বর্ণিল করতে এবারো নববর্ষে আমরা শোভাযাত্রার আয়োজন করেছি।  

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ‘উদযাপন’ সংগঠনের মূল আয়োজক রাসেল, আঁখি, কনিকা, তনু, লুবনা, ইরফান ও জিসান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।