ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে এআই সম্মেলন ‍শুরু

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জুলাই ৮, ২০২৫
প্যারিসে এআই সম্মেলন ‍শুরু সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন RAISE Summit 2025।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় প্যারিসের ল্যুভর জাদুঘরের নিচে অবস্থিত Carrousel du Louvre-এ অনুষ্ঠানটি শুরু হয়েছে।

দুদিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা।  

সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, এ বছর বিশ্বের প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী এতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন প্রায় ২৫০ জন বক্তা ও আর দেড় হাজারের বেশি প্রতিষ্ঠান।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য-‘Race to Superintelligence’, অর্থাৎ সুপারইন্টেলিজেন্সের দিকে মানবজাতির অগ্রযাত্রা।  

এ বিষয়ে আলোচনা করবেন এআই-বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিথ, এআই স্টার্টআপ Hugging Face-এর সহ-প্রতিষ্ঠাতা থমাস উলফ, Snowflake-এর সহ-প্রতিষ্ঠাতা বনোয়া দাগেভিল এবং UiPath-এর প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ডাইনস।

এ উপলক্ষে গতকাল সকাল থেকেই সম্মেলনস্থলে অংশগ্রহণকারীদের ভিড় দেখা গেছে। আয়োজনে থাকছে এআই হ্যাকাথন, স্টার্টআপ প্রতিযোগিতা, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রদর্শনী এবং নীতিনির্ধারকদের নিয়ে গোলটেবিল বৈঠক।

এরিক স্মিথ বলেছেন, এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়। এটি বর্তমানের বাস্তবতা। আমরা যদি এখনই নীতিগত প্রস্তুতি না নিই, তাহলে ভবিষ্যতে সংকট তৈরি হবে।
অন্যদিকে Lattice-এর প্রধান নির্বাহী সারা ফ্র্যাঙ্কলিন বলেন, এআই শুধুই অটোমেশন নয়, এটি ব্যবসা ও সমাজের মৌলিক রূপান্তর।

RAISE Summit-এর আয়োজনে যুক্ত রয়েছে Palantir, Datadog, Cerebras, UiPath, Snowflake, Red Hat এবং Google Cloud-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্মেলনের পাশাপাশি অতিথিদের জন্য থাকছে VIP ডিনার, সেইন নদীর ধারে রিসেপশন ও বুফে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।