ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

দোহায় প্রবাসীদের আলোচনায় আ’লীগের হাতাহাতি

আবু হানিফ রানা, দোহা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
দোহায় প্রবাসীদের আলোচনায় আ’লীগের হাতাহাতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা (কাতার): কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

১৯৫ দেশের প্রতিনিধির অংশগ্রহণে আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দিতে দোহায় আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন ১০ ডিসেম্বর স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় বাংলাদেশ দূতাবাস চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

তারপর বক্তব্য দেন কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মুসা। এরপরে মঞ্চে আসেন আওয়ামী লীগ একাংশের সভাপতি ওমর ফারুক চৌধুরী। তবে অন্য অংশের সভাপতি শফিকুল ইসলাম প্রধানের বক্তব্য চলাকালে শুরু হয় হট্টগোল।

অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রদূত এবং অতিথিদের সামনে দূতাবাসের নানা বিষয়ে সমালোচনা করেন তিনি। এ সময় কেউ কেউ এর প্রতিবাদ করেন। প্রত্যুত্তরে শফিকুল ইসলাম প্রধান তাদের উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য ছুড়ে দেন। আর এতেই শুরু হয় হট্টগোল।

এক পর্যায়ে তা উভয় অংশের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত হট্টগোলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

উভয়পক্ষকে শান্ত করতে দূতাবাসের কর্মকর্তা এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

পরিস্থিত শান্ত হলে আবারও মাইক হাতে মঞ্চে আসেন প্রতিমন্ত্রী পলক। এসম তিনি বলেন, আপনাদের এমন অভ্যর্থনায় আমি আপ্লুত।

এরপরই মঞ্চ থেকে নেমে চলে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।