ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

তারেককে প্রতিহত করার ঘোষণা কাতার প্রজন্ম লীগের

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
তারেককে প্রতিহত করার ঘোষণা কাতার প্রজন্ম লীগের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

কাতার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কাতার সফরে আসলে তাকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়ে রেখেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কাতার শাখা।

সম্প্রতি বিজয় দিবসের এক আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন।

কাতার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালেক আহমেদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এর শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলাল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ জামসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ কাতার শাখার ভারপাপ্ত সভাপতি বাবু মনরঞ্জন শাহা, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা বাবুল আহমেদ, জাতীয় পার্টি কাতার শাখার সভাপতি আহমেদ রিয়াজ, জাতীয় পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, নজরুল ইসলাম, আব্দুল সাত্তার, আবু ইউসুফ বাবুল, আবিদুর রহমান ফারুখ, ইসমাইল হোসেন, সামসুল ইসলাম, মহিন উদ্দিন, কাজী আশরাফ, আব্দুল হানান পান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।