ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডার হেরিটেজ উৎসব

বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভীড়

দেলোয়ার জাহিদ, কানাডা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভীড়

আলবার্টা (কানাডা): নর্থ আমেরিকার অন্যতম বড় উৎসব কানাডার অ্যাডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল উপচেপড়া ভীড়। আলবার্টা প্রদেশের অ্যাডমন্টনের উইলিয়াম হাওরিলেক পার্কে গত ১ থেকে ৩ আগস্ট এ উৎসব অনুষ্ঠিত হয়।



প্রতিবারের মতো এবারও উৎসবে বাংলাদেশ হেরিটেজ এবং জাতিগত সোসাইটি অব আলবার্টা (বেসা) বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করে।

প্যাভিলিয়নে বাংলাদেশ কমিউনিটির নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের স্বেচ্ছাশ্রমে পরিবেশিত বাংলাদেশি খাবারের জন্য প্রচণ্ড ভীড় ও বিক্রি ছিলো সকলের চোখে পড়ার মতো। অ্যাডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যালের বিদায়ী নির্বাহী পরিচালক জ্যাক লিটল ও নির্বাহীরা কমিউনিটি ও এ প্যাভিলিয়নের শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তারা বিভিন্ন দেশ ও সংস্কৃতি থেকে অংশগ্রহণকারী সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশ এবার পথিকৃতের ভূমিকায় এসেছে বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ হেরিটেজ সোসাইটি কমিউনিটি ১৯তম  অংশগ্রহণের বছরে এবারই প্রথমবারের মতো ‘বাংলাদেশ হেরিটেজ’ নামে একটি তথ্যবহুল ম্যাগাজিন ছাপা ও অনলাইনে প্রকাশ করে, যা প্রবাসে দেশজ ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে ব্যাপক উৎসাহের জন্ম দেয়।

প্যাভিলিয়ন চেয়ার ও বেসা সভাপতি দেলোয়ার জাহিদ প্রকাশনাটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক সিদ্দিক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. হাফিজুর রহমান ও  ঢাকা বারের সাবেক সদস্য অ্যাড. আহমেদ আলী। সন্মানিত অতিথি ছিলেন ড. মুশফিকুর রহমান ও রেজাউল করিম।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক তাজুল আলী, সদস্য বিকাশ তালুকদার, মু. জাকারিয়া, নূরে আলম, সম্পাদক মাসুদ ভূঁইয়া, নির্বাহী সদস্য তমাল ইসলাম, সহ সভাপতি জুলফিকার আহমেদ, ডলি ইসলাম, আনামুর রহমান মিয়া, নূরুল হুদা প্রমুখ এ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ হেরিটেজ ম্যাগাজিনে কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টন, প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, আলবার্টা প্রদেশের প্রিমিয়ার রাচেল নোটলি, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ডেভিড ইগেন, সিটি মেয়র ডন ইভসন বাংলাদেশের ঐতিহ্য রক্ষা ও এর সাফল্য কামনা করে বার্তা পাঠান।

ম্যাগাজিনটিতে বার্ডের যুগ্ম পরিচালক ও ফ্যাকাল্টি চেয়ার ড. কামরুল হাসানসহ বিশেষজ্ঞ পর্যায়ের কয়েকজনের নিবন্ধ রয়েছে।

এর আগে গত ৮ জুলাই স্থানীয় সময় সকাল সোয়া আটটায় কানাডার টিভি চ্যানেল ‘সিটিভি অ্যাডমন্টন মর্নিং লাইভ’ এ বাংলাদেশ হেরিটেজ এবং জাতিগত সোসাইটির অ্যাডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যালে অংশগ্রহণ উপলক্ষে একটি অনুষ্ঠান সম্প্রচার করে। সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ, উপদেষ্টা ড. হাফিজুর রহমান ও জুলফিকার আহমেদ এতে অংশ নেন। অনুষ্ঠানে হেরিটেজ উত্সবের মূলভাবকে সমুন্নত করতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ।

আগস্টের দীর্ঘ ছুটির দিনে আলবার্টার ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য পিতৃদিবস উপলক্ষে প্রতি বছর এ উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সাল থেকে অ্যাডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করছে।

লাখ লাখ দর্শকের অংশগ্রহণে উত্সবের নিরাপত্তা এবং স্বস্তি নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। এবারও চার মিলিয়ন লোকের সমাগম হয় বলে উদ্যোক্তাদের ধারণা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।