ঢাকা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) বোর্ড সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও এটিএন বাংলার প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি আইপিআই নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বোর্ড সভায় সংগঠনের কর্মকৌশল নির্ধারণ, সাংবাদিক নির্যাতন ও বিচারহীনতাসহ সিরিয়া, ইরাক, তিউনিসিয়া, মিসর, প্যালেস্টাইন ও সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বিশ্বের ১৬টি দেশের নির্বাহী বোর্ড সদস্যরা সভায় অংশ নেন।
এর আগে এমিরেটস্ এয়ারলাইন্সে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় ভিয়েনা বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে বুলবুলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি বখতিয়ার রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরসহ প্রবাসী বাঙালিরা।
রোববার (১৮ অক্টোবর) অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠান ও আলোচনা সভায প্রধান অতিথি থাকবেন মনজুরুল আহসান বুলবুল।
বাংলাদেশ সময় : ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএস/এএসআর