দুবাইয়ে কবি সেলিমের ‘পল্লীবালা ও শহরবানু’ প্রকাশিত
লুৎফুর রহমান
আমিরাত-বাংলা মাসিক পত্রিকা ‘মুকুল’-এর ব্যবস্থাপনা সম্পাদক দুবাই প্রবাসী কবি আব্দুল আজিজ সেলিমের প্রথম কাব্যগ্রন্থ ‘পল্লীবালা ও শহরবানু’ বের হয়েছে।
বইটি প্রকাশ করেছেন মুকুল প্রকাশনের লুৎফুর রহমান।
বিভিন্ন সময়ে মাসিক মুকুলসহ অন্যান্য পত্রিকায় প্রকাশিক কবিতা মলাটবন্দি করা হয়েছে এই কাব্যগ্রন্থটিতে।
পল্লীবালা ও শহরবানু কাব্যগ্রন্থের লেখক আব্দুল আজিজ সেলিমের জন্মস্থান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতুলা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। কবিতায় বাবা ডা. ফয়জুর রহমানের প্রভাব রয়েছে।
বস্টনে বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ১১ জুন
বিশেষ ঘোষণা |
আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর প্রবাসের চিঠি বিভাগে লিখতে পারবেন। আপনাদের স্বপ্ন, অনুভূতি, গল্প-কবিতা, ঘটনা, অনুষ্ঠানসহ নানা বিষয় এতে স্থানে পাবে। লেখা পাঠাবার ঠিকানা: [email protected] অথবা [email protected] |
হাকিকুল ইসলাম খোকন
আগামী ১১ জুন, শনিবার সন্ধ্যা ৬টায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি-২০১১ প্রদান করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইতিহাসবিদ ড. মুনতাসির মামুন।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠান সূচিতে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ওপর আলোচনা ইত্যাদি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক ও পরিচালক কবির আনোয়ারের বিশেষ বাংলা চলচ্চিত্র ঝড় বৃষ্টির নীড় প্রদর্শিত হবে। দেশের ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে আছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সৌজন্যে নেশভোজ।
অনুষ্ঠানের স্থান ওয়াটারটাউন মিডল স্কুল, ৬৮ ওয়েভারলি অ্যাভিনিউ, ওয়াটারটাউন, ম্যাসাচুসেটস-০২৪৭।
যুক্তরাষ্ট্রে নিউ ইংল্যান্ড অঞ্চলের অধীনে ছয়টি অঙ্গরাজ্যের একটি ম্যাসাচুসেটস।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক জাহিদ মামুন সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ারে আহ্বান জানিয়েছেন।
কুয়েত থেকে বাংলা কবিতা
অসহায়ে মৃত্যু খুঁজি
এম নুর উল্যাহ
ভাগ্যের কবলে, ছুটে যায় প্রবাস
চোখ ভরা স্বপ্ন, হবে সুখের নিবাস
সোনার হরিণ ভিসা, যায় না পাওয়া সহজে
বিদেশে কেউ থাকলে আপন, লাগবে এ কাজে।
ঘর-জমি বিক্রি করে টিকিট কাটি
নিষ্ঠুর দালালের হাতে পয়সা হয় মাটি
শত সাধনার বাধা ডিঙে পাড়ি জমাই বিদেশে
শত ব্যথা মেনে নিয়ে কর্মে নামি নিমিষে
কাজের ভেতর ক্ষণ যায়, পেটে নিয়ে ক্ষুধা
খাদ্যের আশায় থাকি বসে, বেহুদা
দিনের পর দিন যায়, পাই না বেতন-ভাতা
দু’এক বারের বেশি চাইলে মালিক বলে যা ব্যাটা
টাকার আশায় দিন গুনে মা-বোন ও ভাই
বিদেশে একাকি দিন যায়, আমি অসহায়
জীবনের দুঃখ কাকে বলি, কে বা শুনবে সত্য
চাই না করুণা, মরণ চাওয়া তাই নিত্য।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০৮, ২০১১