বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির রাশিয়া যাচ্ছেন। আগামী ২৪ জুন মস্কোর কারালেবস্কি মিলনায়তনে তারা একটি কনসার্টে যোগ দেবেন।
বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন (আরবিসিসিআই) ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০১১’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ উপলক্ষে রাশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মস্কোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কনসার্টের পোস্টার লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেও প্রচারণা চলছে।
অনুষ্ঠান বিষয়ে আরবিসিসিআইয়ের সভাপতি ফিরোজ উল আলম খান বলেন, ‘আমাদের সংগঠনের প্রতিটি সদস্য সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন। মস্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও আমরা অনেক সাড়া পাচ্ছি। ’ অনুষ্ঠানের টিকিট বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
মস্কো নগরীর তিনটি স্থানে (ভেদেন খা,লুবলিনো ও রুদেন) নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২২, ২০১১